করোনায় স্কুল শিক্ষকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দাগনভূঞা উপজেলার জায়লষ্কর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষক ইলিয়াছ জায়লস্কর ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৌলভী বাড়ির মো. আবদুস সোবহানের ছেলে।ইলিয়াছের বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম ই ইসলাম সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর-কাশি ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা অনুভব করলে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। ১৮ সেপ্টেম্বর পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। সেদিন থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৮টায় জায়লস্কর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মোল্লাঘাটা এলাকার নতুন বাড়ির সামনের কবরস্থানে দাফন করা হয়েছে।