কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গঙ্গাচড়ায় বানভাসি ও ভাঙ্গনকবলিত মানুষের দুর্ভোগ চরমে

ইত্তেফাক গঙ্গাচড়া প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮

ছাহেরা বেগম। বাড়িলক্ষ্মীটারী ইউনিয়নের পূর্বইচলি গ্রামে। তিন দিন আগে হঠাৎ করে পানি উঠলে আশ্রয় নেয় মহিপুর-কাকিনা সড়কের পাশে দুলাল মেম্বারের উচু জমিতে। পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে পলিথিনের ছাউনিতে বসবাস। একই জায়গায় আছে রাশেদা বেগম। রাশেদার পরিবারে ৬ সদস্য। সেখানে পলিথিনের তলে রয়েছে রহিমা, নিলফু নাহার ও বাচ্চানির পরিবার। এদের অভিযোগ এখন কোন চেয়ারম্যান-মেম্বার ওদের দেখতে আসেনি। চাল কিংবা কোন শুকনো খাবার তাদের কপালে জোটেনি। এ সময় সপো বেগম বলেন, বাড়িততো ভাত রান্না করবার পাই নাই। তাই বাহিরের এক লোকের কাছ থেকে খাবার চায়া নিছি। তারে বাড়িত থালা-বাটি দিবার যাওছি। রহিমার বাড়িতেও রান্না হয়নি। সন্তান নিয়ে এক আত্মীয়ের বাড়িতে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও