কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইলিশ সন্ধানে সাগরে তিন ঘণ্টা

প্রথম আলো আনোয়ারা প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০

ইচ্ছা ছিল সাগরে গিয়ে ইলিশ মাছ ধরা নিজের চোখে দেখার অভিজ্ঞতা নেওয়া; কিন্তু কোনো মাঝিমাল্লাকে রাজি করাতে না পেরে তা এত দিন হয়ে ওঠেনি। তবে কোরবানির ঈদের ছুটিতে সে সুযোগ কাজে লাগাই চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিকের নিজস্ব প্রতিবেদক ইমরান বিন ছবুরের সহায়তায়। ইমরানের বাড়ি একেবারে সাগর–সংলগ্ন বেড়িবাঁধের পাশে। তিনি তিন দিনের চেষ্টায় একটি নৌকার মাঝিকে রাজি করান আমাদের সাগরে নিয়ে যাওয়ার জন্য।

আমরা সাগরে যাই গত ৫ আগস্ট। আগের রাতে ইমরান জানান, নৌকার মালিকের পরামর্শে একটি নৌকার মাঝির সঙ্গে কথা হয়েছে। সকাল সাতটায় নৌকায় উঠতে হবে। নিতে হবে থ্রি–কোয়ার্টার প্যান্ট, ফুল হাতার গোল গলা টি-শার্ট ইত্যাদি। আমিও রাতে প্রস্তুতি নিয়ে রাখি। কথা হয় মাঝিদের সঙ্গে। সাগরে যাব আমি, ইমরান ও বাংলা চ্যানেল বিজয়ী সাঁতারু জামশেদুল আলম। কিছুটা রোমাঞ্চে রাতে ঘুম কম হয়। ঢেউ, রোদ আর আবহাওয়া কী রকম আচরণ করে, তা নিয়ে চলে ভাবনার দোলাচল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও