আমিরাতকে এফ-৩৫ দিতে চায় না ইসরায়েল বিমান বাহিনী
গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সম্পর্ক স্থাপনের পরও দখলদার ইসরায়েল চায় না সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান থাকুক।
ইসরায়েলি বিমান বাহিনী প্রধান আমিকাম নোরকিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমিরাতের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি করলে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য নষ্ট হবে।
তিনি আমিরাতের কাছে কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিরোধিতা করে বলেন, এতে এই অঞ্চলে দীর্ঘ মেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে।
সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে এফ-৩৫ জঙ্গিবিমান কিনতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু আমেরিকা তাদের কাছে এই জঙ্গিবিমান বিক্রি করতে রাজি হচ্ছিল না। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ায় এখন আমেরিকা এই জঙ্গিবিমান বিক্রি করবে বলে জানা গেছে।