You have reached your daily news limit

Please log in to continue


Coronavirus: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডী কোভিড পজিটিভ

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা বাবুলাল মরান্ডী (Babulal Marandi) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায়, তিনি কোভিড টেস্ট করাতে দিয়েছিলেন। তাঁর আশঙ্কা সত্যি করে রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী (former Jharkhand Chief Minister) বাবুলাল মরান্ডী নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। এই ক'দিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন, প্রত্যেককে কোভিড-১৯ টেস্ট করিয়ে নিতে বলেন ঝাড়খণ্ড বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা। ট্যুইটারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, 'আপনাদের সকলের প্রার্থনা ও আশীর্বাদে আশাকরি তাড়াতাড়ি ফিরে আসতে পারব। আবার আগের মতোই জনসেবার কাজে যুক্ত হতে পারব।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন