![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/25/og/222943_bangladesh_pratidin_natore-pic-25-09-20.jpg)
রেল লাইনে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
নাটোরের লালপুরে রেল লাইনের উপর দাঁড়িয়ে মোবাইল গেমস 'ফ্রি ফায়ার' খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেছে এক কলেজছাত্রের। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার আজিমনগর রেল স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বাওড়া-বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফারক হোসেন (১৮) নামের ওই ছাত্র উপজেলার বাওড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং গোপালপুর পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর রেলগেটের ওপর মাথাবিহীন টুকরো একটি লাশ পাওয়া যায়। পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে এবং লাশটির থেকে ১ কিলোমিটার পশ্চিমে লাশটির মাথা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।