এক মুহূর্তেও ইরানের নজরদারির বাইরে থাকে না মার্কিন রণতরী!
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, তার দেশের সব পানিসীমা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সাগরে ইরানের জন্য কোনো হুমকি অপেক্ষা করছে না।
অ্যাডমিরাল খানজাদি ইরানের টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে দেশবাসীকে এই আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আগত মার্কিন বাহিনীর রণতরীগুলোকে এখন আমরা শুরু থেকেই গভীর নজরে রাখি। এসব নৌজাহাজ এক মুহূর্তেও ইরানের নজরদারির বাইরে থাকে না।