ভারতে চিকিৎসায় সেরা যেসব হাসপাতাল
প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি শুধুমাত্র চিকিৎসার জন্য ভারতে আসেন। ২০১৯ সালে শুধুমাত্র মেডিক্যাল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন দুই লাখ ২৫ হাজার ৬৬৮ জন বাংলাদেশের মানুষ। করোনাকালে সেই সংখ্যা কার্যত শূন্যে পৌঁছেছে।
বাংলাদেশের সবচেয়ে বেশি রোগী কলকাতায় চিকিৎসা করাতে আসেন। এ ছাড়াও আসেন বিপুল পরিমাণ আফগান রোগী। যে কারণে চিকিৎসা পর্যটনে কলকাতা দেশের মধ্যে অন্যতম। দক্ষিণ ভারতেও বহু রোগী চিকিৎসা করাতে যান। তবে করোনাকালে কলকাতা, চেন্নাইয়ে কার্যত কোনও বিদেশি রোগী নেই।