কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তালেবানের শক্ত ঘাঁটি কান্দাহারে বোরকা পরেই জিমে যায় নারীরা

আরটিভি আফগানিস্তান প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২৬

আফগানিস্তানে তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত কান্দাহারে শুধু মেয়েদের জন্য জিম প্রতিষ্ঠা করেছেন মানবাধিকারকর্মী মরিয়ম দুরানি।

গৃহিণী থেকে শুরু করে চাকরিজীবী সবাই সেখানে যান। প্রায় ৫০ জন প্রতিদিন সেখানে জিম করেন।
ফাতিমা হাশিমি নামের এক গ্রাহক বলেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো। মন উৎফুল্ল করে। তাই ভয় উপেক্ষা করে জিমে আসি। আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।
তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের যে চুক্তি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন জিমের প্রতিষ্ঠাতা মরিয়ম দুরানি। কারণ ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানরা নারীদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছিল। মেয়েরা তখন লেখাপড়া করতে পারতেন না, পুরুষ ছাড়া একা বের হতে পারতেন না। যদিও তালেবান এখন বলছে তারা অনেকখানি পরিবর্তিত হয়েছে। কিন্তু আশ্বস্ত হতে পারছেন না মরিয়ম দুরানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও