এ যেন রিলে রেস। স্বাস্থ্য অধিদফতরের বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনকে যেদিন ১৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়, সেদিনই গ্রেফতার হন স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক। পরদিন তাকেও ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আবজালের বিরুদ্ধে দেশে-বিদেশে হাজার কোটি টাকার...