ইংল্যান্ড এবং ওয়েলসে মেট পুলিশসহ ৪৩টি রিজিওনাল বাহিনীর সপ্তাহব্যাবি যৌথ অভিযানে কথিত কাউন্টি লাইন মাদক পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড বাজার মূল্যের মাদক। এছাড়াও বিভিন্ন ধরনের প্রায় দু’শ অস্ত্র এবং নগদ ৫ লাখ ২৬ হাজার পাউন্ড উদ্ধার করা হয়।
ন্যাশনাল ক্রাইম এজেন্সীর নেতৃত্বাধীন অভিযানে কাউন্টি লাইনের (১০২) ১০ শতাংশ লাইনও কাট করা হয়। এই লাইন ব্যবহার কথিত কাউন্টি লাইন মাদক চক্র বড় বড় শহর থেকে কান্ট্রি সাইডের ছোট ছোট শহরগুলোতে পাচার করা হয়। নগদ অর্থের বিনিময়ে পাচার কাজে ব্যবহার করা হয় অসহায় ছোট কিশোর থেকে শুরু করে বয়স্কদের। কথিত কাউন্টি লাইনের নির্ধারিত মোবাইল নাম্বারের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় পাচার বা বিক্রির সময়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.