‘থ্রি এঙ্গেল’ ভূমিদস্যুদের বিরুদ্ধে গজারিয়াবাসীর অস্তিত্বের লড়াই
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ‘থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড’ শিপ ইয়ার্ড কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে।
ব্যক্তি মালিকানাধীন জমির নকল দলিল বানিয়ে ভাড়াটে সন্ত্রাসীদের প্রভাব খাটিয়ে জোরপূর্বক এসব জমি দখল করছে শিপ ইয়ার্ড কর্তৃপক্ষ। মাত্র ৩৭ একর ৮০০ শতাংশ জমি ক্রয় করে বর্তমানে তারা দখলে আছে প্রায় ১১০ একরেরও বেশি জমি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীনের পাশাপাশি রয়েছে সরকারি খাস জমি, খাল, নদী, রাস্তা এবং ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত জমি।
ফুলদী নদী তিন ফসলি জমি রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. হাবিবুল্লাহ মোল্লা বিষয়টি স্বীকার করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, মেঘনা নদীর পার্শ্ববর্তী কুমিরা খালের পশ্চিমে এবং বরুচক খালের দক্ষিণের কিছু জমি ক্রয় করে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব খাটিয়ে পুরো খাল এবং তার আশপাশের জমি দখলে নিয়েছে থ্রি এঙ্গেল কর্তৃপক্ষ।