বারবার ভেজাল মসলা বানিয়ে গেছেন হাসেম মিয়া
মসলার কারখানা রয়েছে হাসেম মিয়ার। তবে তিনি শুধু মসলাই বিক্রি করেন না, এর সঙ্গে মেশান মানবদেহের জন্য ক্ষতিকারক রং, চালের কুড়া, পচা ডালের গুঁড়া ও কাঠের গুঁড়া। ভেজাল মসলা বানানোর অপরাধে র্যাব তাঁকে দুইবার আটকও করেছিল।
ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ডাদেশও করেছিলেন। তবু শোধরাননি কিশোরগঞ্জের ভৈরব বাজারস্থ লঞ্চ টার্মিনাল সংলগ্ন পুরাতন ক্যাম্পঘাট এলাকার মেঘনা মসলা মিলের মালিক হাসেম মিয়া। এবারও বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ আটক হয়েছেন তিনি। তবে এবার আর তাঁকে জরিমানা করা হয়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- অর্থদণ্ড
- ভেজাল মসলা