You have reached your daily news limit

Please log in to continue


টিভিতেও খেলবেন গেম! Amazon আনছে নিজস্ব গেমিং চ্যানেল Luna

এই সময় ডিজিটাল ডেস্ক: নিজস্ব গেম-সার্ভিস নিয়ে আসতে চলেছে Amazon। নাম লুনা (Luna)। এর মাধ্যমে Microsoft-এর Project X, Google-এর Stadia এবং Nvidia'র Geforce-এর মতো গেমিং পরিষেবার সঙ্গে প্রতিযোগিতায় নামবে Amazon। লুনা (Luna)-র গ্লোবাল লঞ্চ সম্পর্কে Amazon এখনও ঘোষণা না করলেও, অনলাইন গেমিং এই ফিচার্স সম্পর্কে আগ্রহ বাড়ছে গেমারদের মধ্যে। Amazon লুনা (Luna)-র মাধ্যমে মোবাইল, কম্পিউটার এবং টিভিতেও (Fire TV) অনলাইনে গেম খেলতে পারবেন ইউজাররা। বিনা ডাউনলোড এবং ইনস্টল ছাড়াই অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমেই খেলা যাবে গেম। আপাতত শুধু মার্কিন বাসিন্দারাই আগাম লুনা (Luna) অর্ডার করতে পারবেন। শিগগিরই ভারত-সহ অন্য বাজারেও লঞ্চ হবে Amazon-এর অনলাইন গেমিং পরিষেবা লুনা (Luna)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন