টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন জন লুইস!
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদটা শূন্য। আর বিসিবিও হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে একজন ব্যাটিং কোচ। শোনা যাচ্ছে, ইংলিশ কোচ জন লুইসকে এই পদে বিবেচনা করছে বিসিবি।
ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি কর্তাদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য শিগগিরই ঢাকায় আসছেন এই ইংলিশ কোচ।
গেল মাসে টাইগারদের ব্যাটিং পরামর্শকের পদ ছেড়ে দেন প্রোটিয়া কোচ নেইল ম্যাকেঞ্জি। এরপর এই পদে নিউজিল্যান্ডের সাবেক কোচ ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। তার সঙ্গে চুক্তি ছিল শ্রীলঙ্কা সফর পর্যন্ত। তবে সফরে যাওয়ার আগেই এক বার্তার মাধ্যমে ম্যাকমিলান জানিয়ে দিয়েছেন, পারিবারিক কারণে এই মুহূর্তে টাইগারদের দায়িত্ব নেয়া সম্ভব নয় তার পক্ষে। ফলে শূন্যই রয়ে গেছে পদটি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ৩ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ২ সপ্তাহ আগে