কাশ্মীরের কাঠুয়ায় চাষিরা কৃষি সংস্কার বিলের ওপর সন্তুষ্ট
রাজ্যসভায় (ভারতীয় সংসদের উচ্চকক্ষ) কৃষি খাত সংস্কারবিষয়ক বিল পাস হওয়াকে স্বাগত জানিয়েছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এলাকার চাষিরা। তারা জানায়, তারা বিলটির ওপর সন্তুষ্ট। কারণ নতুন আইনের বিধান বলবৎ হলে মধ্যস্বত্বভোগীদের একচেটিয়া কারবারের অবসান ঘটবে। এর ফলে কৃষিপণ্য বিক্রি বাবদ চাষিদের আয় দ্বিগুণ হওয়ার সুযোগ তৈরি হবে।
বার্তা সংস্থা এএনআই জানায়, সদ্য পাস হওয়া বিলটি প্রসঙ্গে কাঠুয়ার কৃষক বিদ্যাসাগর শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াদা করেছিলেন তার সরকার ২০২১ সালের মধ্যেই চাষিদের আয়-উপার্জন দ্বিগুণ করার ব্যবস্থা করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ওই সময়ের আগেই কৃষক তাদের আয় দ্বিগুণ করতে সক্ষম হবে। কারণ তারা এখন তাদের ফসল সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.