সিমন আর সাদিয়ার প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের গল্প
ইসরায়েলি এই যুবক ডেটিং-অ্যাপ ‘টিন্ডারের’ মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সামর্থ্যবান তরুণীদের সঙ্গে সম্পর্ক পাতান৷ নিজেকে পরিচয় দেন বিরাট ধনী হিসেবে৷ এরপর পরিচয় হওয়া নারীদের সঙ্গে তিনি ডেটিং শুরু করেন৷
ব্যক্তিগত উড়োজাহাজে তাদের নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ান৷ বিলাসবহুল হোটেলে থাকেন৷ সঙ্গে রাখেন ভাড়া করা বডিগার্ড৷ ভুয়া ব্যক্তিগত কর্মকর্তা ও ব্যবসায়িক সফরসঙ্গী৷ একেকজন নারীর সঙ্গে মাসের পর মাস বা বছর অবধি এই সম্পর্ক গড়াতে থাকে৷
এক পর্যায়ে তিনি বিভিন্ন বিপদের কথা বলে প্রেমিকাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ধার করতে শুরু করেন৷ তাকে উদ্ধারের জন্য কেউ কেউ ব্যাংক ঋণ করেও কয়েক কোটি টাকা ধার দেন৷ যেমন নরওয়ের সিসিলিয়ে৷ সিমনের জন্য তিনি দশটি ব্যাংক থেকে ঋণ করেছিলেন৷ পরবর্তীতে সেই টাকা পরিশোধের ভুয়া ডকুমেন্ট পাঠান সিমন সেসিলিয়ের কাছে৷ এর মধ্যেই সিমন পার্নিলা খয়াহোলম নামের আরেক সুইডিশ তরুণীর সঙ্গে সম্পর্কের ভিত গড়তে শুরু করে দিয়েছেন টিন্ডারে৷