You have reached your daily news limit

Please log in to continue


গলাচিপায় মাঁচা পদ্ধতিতে তরমুজ চাষে সফল চাষী

অসমেয় তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছেন গলাচিপার জাহাঙ্গীর ফরাজি(৪৫)। কঠিন পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে কাজটা সহজ করে নিয়ে আজ সে স্বাবলম্বী। তার চাষকৃত তরমুজ দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভীড় জমাচ্ছেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের তার বাগানে। সে বর্ষার মৌসুমে তরমুজ চাষ করে এলাকায় নজীর বিহীন নজর কেড়েছে। এ তরমুজ স্বাদে গুনে ও মানে খুবই ভালো। সে গলাচিপা উপজেলার গ্রামর্দ্দন গ্রামের সাধারন কৃষক মো. আব্দুল মজিদ ফরাজির ছেলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন