কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুস্থ যৌনজীবন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক থেকে রক্ষা করতে পারে: গবেষণা

আরটিভি প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৪

হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা এখন অহরহ দেখা যাচ্ছে। অনেকে বলেন সুস্থ হওয়ার পর যৌনজীবনের ইতি টানলে দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের প্রবণতা কমে। তবে এক গবেষণা বলছে ঠিক এর উল্টো কথা। অর্থাৎ একবার হার্ট অ্যাটাক হওয়ার পর স্বাভাবিক যৌনজীবনে ফিরে গেলে দ্বিতীয়বার অ্যাটাকের সম্ভাবনা কমতে পারে।

সম্প্রতি ইউরোপিয়ান জার্নাল অব প্রিভেন্টিভ কার্ডিওলজির পক্ষ থেকে একটি গবেষণা পত্র প্রকাশ করা হয়েছে। ২০ বছর ধরে গবেষকরা প্রায় ৪৯৫ যুগলের ওপর পরীক্ষা চালিয়েছিলেন। সেই সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন গবেষকরা। এতে দেখা গেছে, যারা হার্ট অ্যাটাকের পর নিজেদের স্বাভাবিক যৌনজীবনে ফিরেছেন, তাদের দ্বিতীয়বার অ্যাটাকের সম্ভাবনা ৩৫ শতাংশ কমে গেছে।

গবেষণাটি ১৯৯২ থেকে ১৯৯৩-এর মধ্যে ৬৫ বছর ও তার কম বয়সী ৪৯৫ জনের ওপর পরীক্ষা করা হয়েছে। এদের বেশিরভাগ ছিলেন ৫৩ বছর বয়সী। এবং ৯০ শতাংশ পুরুষ। ২২ বছর পর দেখা গেছে, এদের মধ্যে ২১১ জন অর্থাৎ ৪৩ শতাংশ মানুষ মারা গেছেন। তবে এই ২১১ জন শুধুমাত্র হৃদরোগেই মারা যাননি। সমীক্ষা বলছে অন্যান্য শারীরিক সমস্যার কারণে তাদের মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও