সরকারের সঙ্গে আহমদ শফীর সখ্যতা বাংলাদেশকে যতটা বদলে দিয়েছে
গত ১৮ই সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন কওমী মাদ্রাসা-ভিত্তিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের আমীর আহমদ শফী। চট্টগ্রামের একটি মাদ্রাসার প্রধান হিসেবে তিনি অনেকের কাছেই শ্রদ্ধা পেয়েছেন। রাজনীতিতে তিনি আলোড়ন তোলেন ২০১৩ সালের মে মাসে ঢাকায় বিশাল এক সমাবেশ করে। তবে দ্রুতই তিনি সরকারের সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং এমন কিছু দাবি আদায় করে নেন, যা বাংলাদেশকে আরও বেশি ইসলামীকরণের দিকে নিয়ে যায় বলে তার অনেক সমালোচক মনে করেন। বিশ্লেষন করেছেন বিবিসি বাংলার আকবর হোসেন।
এখন থেকে প্রায় সাড়ে তিন বছর আগে, ২০১৭ সালের এপ্রিল মাসে, গণভবনে আলেমদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য স্থাপনের বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
ভাস্কর্য সরিয়ে ফেলতে হেফাজতে ইসলাম যে দাবি তুলেছিল, তার সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, "সুপ্রিম কোর্টের সামনে মূর্তি আমিও পছন্দ করিনি।"
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীসহ কওমী মাদ্রাসার নেতৃবৃন্দ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.