২ হাজার হেক্টর আমন খেত পানিতে
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নিম্নাঞ্চল তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। জেলার সদর, কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা, মদন ও মোহনগঞ্জ উপজেলার অন্তত ১৪টি ইউনিয়নের প্রায় ২ হাজার ৯০ হেক্টর জমির আমন ধানের চারা তলিয়ে গেছে। এতে করে ফের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
কৃষক, জেলা কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কখনো থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার বেলা একটার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে নদ-নদীর পানি বেশি বৃদ্ধি পাচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আমন ধান
- পানিতে তলিয়ে গেছে ফসল