![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F1e0e19f5-9c2c-415b-b5fb-29d42cf16df8%252F_114594125_drone_ring.jpg%3Frect%3D0%252C0%252C800%252C420%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
চুরি ঠেকাবে উড়ুক্কু ক্যামেরা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৮
মালিক বাইরে থাকলে ঘরে ঢুকে চুরি করতে পারে চোর। কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনির মতোই চোরের সব কাজকর্মই বাইরে থেকে স্মার্টফোনে দেখে নিতে পারবেন তিনি। জানিয়ে দিতে পারবেন পুলিশকে। এ কাজে তাঁকে সাহায্য করতে পারে বিশেষ ড্রোন ক্যামেরা। ঘরের অভ্যন্তরে গোপনে ব্যবহার উপযোগী এমনই একটি ড্রোন ক্যামেরা তৈরি করেছে আমাজন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- চুরি
- প্রতিরোধ
- ড্রোন ক্যামেরা