![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnarayangonj01-20200925110829.jpg)
মাদক বিক্রিতে বাধা দেয়ায় কুপিয়ে জখম করল কিশোর গ্যাং
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিক্রিতে বাধা দেয়ার জেরে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাড়ইভোগ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির, ফেরদৌস ও জাহিদের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে।