অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেওয়া হলো না জোন্সের
ধাক্কা!
আচমকা ডিন জোন্সের মৃত্যুসংবাদ শোনার পর এটাই হয়তো অনেকের প্রথম প্রতিক্রিয়া। কিরণ মোরের অবস্থাও ঠিক তাই। সকালে দুজন একসঙ্গেই ছিলেন। একসঙ্গে নাশতা করেছেন। দুপরে কি না সেই ব্যক্তিটা মারা গেলেন! আইপিএলের ধারাভাষ্য দলে তাঁর সঙ্গী ইরফান পাঠানও ধাক্কা সামলাতে বেগ পাচ্ছেন। সকালের নাশতা করে আর দশটা দিনের মতোই রোজকার অভ্যাস মেনে হাঁটাহাঁটি করেন জোন্স। ইরফানের যেন বিশ্বাসই হচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো, কাল মুম্বাইয়ের এক হোটেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
কালের কণ্ঠ
| সিডনি ক্রিকেট গ্রাউন্ড
৩ বছর আগে
কালের কণ্ঠ
| সিডনি
৩ বছর আগে
৩ বছর, ১ মাস আগে