
সুইস স্কুলের ২৫০০ শিক্ষার্থী কোয়ারেন্টিনে
করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঘটায় প্রখ্যাত সুইস হসপিটালিটি স্কুলের প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল বুধবার এএফপির এক খবরে এ কথা বলা হয়েছে।
ওয়াদ অঞ্চল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লাউসনের ইএইচএল হসপিটালিটি ম্যানেজমেন্ট স্কুলে মোট সংখ্যার প্রায় ৭৫ শতাংশ শিক্ষার্থীকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে অবস্থান করতে অথবা ক্যাম্পাসের বাইরে বের না হওয়ার জন্য বলেছে।