এবার কালো তালিকাভুক্ত ইসরায়েলি কোম্পানির সঙ্গে চুক্তি করল আমিরাত
ইসরায়েলের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এবার জাতিসংঘের কালো তালিকাভুক্ত ইসরায়েলি ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে জানানো হয়, অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েল সরকারকে অবৈধ বসতি স্থাপনে সহায়তার দায়ে ফেব্রুয়ারিতে ১১২টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে তথ্যপ্রমাণ প্রকাশ করে জাতিসংঘ।
১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে একমত হয় আমিরাত। এরপর দু’পক্ষের বিভিন্ন কোম্পানি একে অপরের সঙ্গে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা ঘোষণা করে।
আনাদোলু জানিয়েছে, দু’পক্ষের মধ্যে যে চুক্তি এবং সমঝোতা হয়েছে সেগুলোতে জাতিসংঘের কালো তালিকাভুক্ত ইসরায়েলি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
ইসরায়েলের ব্যাংক লেউমি। আর্থিক এ প্রতিষ্ঠানটি পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপনে সহায়তা করছে। জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করা হয়। আমিরাতের গণমাধ্যমে যেসব ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে আবুধাবির চুক্তির খবর প্রকাশ হয়েছে তাতে কালো তালিকাভুক্ত লেউমি নামের ব্যাংকটিও রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.