You have reached your daily news limit

Please log in to continue


হামাস-ফাতাহ ঐকমত্য : ৬ মাসের মধ্যে ফিলিস্তিনে নির্বাচন

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এবং তাঁদের প্রতিদ্বন্দ্বী পশ্চিম তীরের ফাতাহ প্রায় ১৫ বছর পর ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এএফপি এক প্রতিবেদনে জানায়, ফাতাহ নেতা মাহমুদ আব্বাস এবং হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মধ্যে সমঝোতা চুক্তির আওতায় আগামী ছয় মাসের মধ্যে ফিলিস্তিনে সংসদীয় ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। সেই নির্বাচনে জয় পেয়েছিল হামাস। নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে হামাস সরকার গঠন করার কিছুদিন পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সে সরকার ভেঙে দেন। তখন থেকে গাজা উপত্যকা শাসন করে আসছে হামাস। পক্ষান্তরে স্বায়ত্তশাসিত পশ্চিম তীরের নিয়ন্ত্রণ রয়েছে ফাতাহর হাতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন