করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ
এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার জ্বলাতান ইব্রাহিমোভিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) ক্লাবের মিলানেল্লো ট্রেনিং গ্রাউন্ডে দলের সবার করোনা পরীক্ষা করা হয়। সেখানেই তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
আজ রাতে ইউরোপা লিগের ম্যাচে বোদো-গ্লিমটের বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। সেই ম্যাচের আগেই প্রটোকল মেনে দল ও সাপোর্ট স্টাফ সবার করোনা পরীক্ষা করানো হয়।
এক বিবৃতিতে ইব্রাহিমোভিচের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, আজ বোদো-গ্লিমটের বিপক্ষে ম্যাচ উপলক্ষে দ্বিতীয় রাউন্ডের সোয়াব টেস্টে জ্বলাতান ইব্রাহিমোভিচের কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।
বিবৃতিতে আরো বলা হয়, এরই মধ্যে ইব্রাহিমোভিচ নিজ বাসায় কোয়ারেন্টাইনে চলে গেছেন। বাকি সবার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে চলতি সপ্তাহে সকল খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেখানে সবার নেগেটিভ আসে।