বকেয়া পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী পদযাত্রা
মহসেন জুট মিলস ২০১৪ সালের ১৪ জুলাই স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। ওই মিলের কাছে ৩৪৭ জন শ্রমিকের ৩ কোটি ৭৫ লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকার দাবিতে ছয় বছর ধরে বিভিন্ন দপ্তরে ধরনা দিচ্ছেন শ্রমিকেরা।
চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক-কর্মচারীরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়ে খুলনা সদরের দিকে আসতে থাকে। তবে কয়েক কিলোমিটার যাওয়ার পর বিভাগীয় শ্রম পরিচালকের আশ্বাসে ফুলবাড়ী গেট এলাকায় পথসভার মাধ্যমে তা শেষ হয়।