সৌদি প্রবাসীদের সমস্যার কতটা সমাধান হলো!
বার্তা২৪
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৯
শুরুটা হয়েছিল সৌদি আরব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা দিয়ে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট চলাচলের অনুমতি পাওয়া না পাওয়া নিয়ে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে সৌদি আরবের সব ধরনের ফ্লাইট বন্ধ হয়ে যায়। দীর্ঘ কয়েকমাস ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর পুনরায় সেদেশের আকাশপথ খুলে দেওয়া হয়।
গত ১৭ সেপ্টেম্বর সেদেশের আকাশপথ খুলে দেওয়ার ঘোষণা দেয় সৌদি আরব সরকার। এরপর সৌদি আরব কর্তৃপক্ষ আগামী ১ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা অনুমতি দিলেও উড়োজাহাজ অবতরণের অনুমোদন দিচ্ছিল না।