বসুন্ধরা কভিড হাসপাতালে করোনা চিকিৎসা বন্ধ ঘোষণা

বণিক বার্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২

রাজধানীর কুড়িলে অবস্থিত বসুন্ধরা কভিড হাসপাতালে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া একই সময়ের মধ্যে হাসপাতালে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ফেরত দিতেও নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় বসুন্ধরা কনভেনশন সেন্টারকে কভিড-১৯ ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে হাসপাতালটিতে করোনাভাইরাস সংক্রমিত রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সরকারকে বিপুল পরিমান আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও