রিলায়েন্স রিটেলে ৫,৫০০ কোটি টাকা লগ্নি ঘোষণা কেকেআর-এর

এইসময় (ভারত) মুম্বাই প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:০১

রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (আরআরভিএল)-এ ১.২৮ শতাংশ অংশীদারিত্ব কিনতে ৫,৫০০ কোটি টাকা লগ্নি করবে মার্কিন প্রাইভেট ইক্যুইটি সংস্থা কেকেআর। বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আরআরভিএল ও কেকেআর-এর তরফে এই ঘোষণা করা হয়েছে। খুচরো ব্যবসা ক্ষেত্রে তাদের শাখা সংস্থা আরআরভিএল-এ এই বিনিয়োগের বিষয়ে এক বিবৃতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর তরফে জানানো হয়েছে, 'আরআরভিএল-এ কেকেআর ৫,৫০০ কোটি টাকা লগ্নি করবে। এই লগ্নির ফলে তারা আরআরভিএল-এ ১.২৮ শতাংশ অংশীদারিত্ব পাবে।'

মার্কিন প্রাইভেট ইক্যুইটি সংস্থাটি ৫,৫০০ কোটি টাকায় আরআরভিএল-এর ১.২৮ শতাংশ অংশীদারিত্ব কেনার সিদ্ধান্ত নেওয়ায় মুকেশ আম্বানির খুচরো ব্যবসা ক্ষেত্রের সংস্থাটির মূল্য দাঁড়াল ৪.২১ লক্ষ কোটি টাকা। এ দিন সকালে এই ঘোষণা হওয়ার পরেই বিএসই ও এনএসই-তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর শেয়ারদর প্রায় ৩ শতাংশ বেড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও