![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fbd401065-ffb9-445c-b3d8-191bc0e3f11c%252Fcourt.png%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সরকারি চাল আত্মসাতের মামলায় চেয়ারম্যান, ডিলারসহ চারজন কারাগারে
কুষ্টিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির (প্রতি কেজি ১০ টাকা) চাল আত্মসাতের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, ডিলারসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।