ধলাই নদীর সাদা পাথর যেন প্রকৃতির স্বর্গরাজ্য

ডেইলি বাংলাদেশ ভোলাগঞ্জ প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৫

ধলাই নদীর মনোলোভা রূপ, সবুজ পাহাড়ে ঘেরা এলাকাজুড়ে অজস্র সাদাপাথর। আকাশের নীল ছায়া রেখে যায় পাথরে জমে থাকা স্ফটিক জলে। দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি, সঙ্গে একটা দুটো ঝরনার গড়িয়ে পড়া। নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা। চিকচিকে রূপালী বালি আর ছোট-বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য। প্রকৃতির খেয়ালে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর জায়গাটি ভোলাগঞ্জ। এ যেন সাদা পাথরের আরেক বিছানাকান্দি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও