![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F16e397c2-ea50-4fa3-9a2a-3829ec98ae40%252FBarishal_s.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
হাসপাতাল চত্বরে ভাগাড়, বিষিয়ে উঠেছে পরিবেশ
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য অপসারণ বন্ধ রয়েছে। এতে হাসপাতাল এলাকাটি ভাগাড়ে পরিণত হয়েছে।
হাসপাতালটির জরুরি বিভাগ ও করোনা ইউনিটের সামনের এলাকায় গর্ত খুঁড়ে বর্জ্য ফেলায় দুর্গন্ধে পরিবেশ বিষিয়ে উঠেছে।