বরগুনায় নৌবাহনীর ত্রাণসামগ্রী বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনায় অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বরগুনা জেলা স্কুল মাঠে ৫০ জন অসহায় দুস্থদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নিজাম উদ্দিন, বরগুনা দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. আজাহারুল ইসলাম ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।