বাড়ি ফেরা হল না! করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ আঙ্গাদির
বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় রেল রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাদি প্রয়াত। বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর। সংসদের অধিবেশন শুরুর আগে টেস্টে তাঁর করোনা ধরা পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় গত সপ্তাহে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল। গত কয়েকদিন সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। বুধবার এই হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। কোভিডে আক্রান্ত হয়ে এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যু হল।
কর্নাটকের বেলগাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে ২০০৪ সালে প্রথম লোকসভায় পা রাখেন সুরেশ অঙ্গাদি। এর পরের তিনটি সাধারণ নির্বাচনেও (২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে) ওই আসন থেকে জয়ী হন তিনি। বর্তমান নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। কর্নাটকে বিজেপির পায়ের তলার ভিত আরও শক্ত করার ক্ষেত্রে সুরেশ অঙ্গাদির যথেষ্ট ভূমিকা আছে। দলীয় সংগঠনের পাশাপাশি মন্ত্রী হিসেবেও তিনি দক্ষতার ছাপ রেখে গিয়েছেন। রাজনৈতিক গণ্ডির বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার এক সহজাত ক্ষমতা ছিল তাঁর মধ্যে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.