![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F23%2Fsavar.jpg%3Fitok%3D6563QRTS)
রাগ করে বাড়ি ছেড়ে সাভারে এসে লাশ হলো মাদ্রাসাছাত্র
সাভারে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই মুক্তিপণ না পেয়ে আশুলিয়ায় সবুজ মিয়া নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জাহিদুল ইসলাম নামের অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে।