কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহাকাশেও চিনের বজ্জাতি, হামলা করা হয়েছে ভারতের স্যাটেলাইট নেটওয়ার্কে!

এইসময় (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২২

শুধু সীমান্ত নয়, মহাকাশেও বজ্জাতি চিনের। ২০০৭ সাল থেকে ২০১৮ সালের মধ্যে একাধিকবার ভারতের বিরুদ্ধে সাইবার আক্রমণ চালিয়েছে তারা। শুধু তাই নয়, ২০১৭ সালে ভারতীয় স্যাটেলাইট কমিউনিকেশন ব্যাবস্থার উপরেও চিন হামলা চালিয়েছিল। এক মার্কিন রিপোর্ট থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য় সামনে এল। লাদাখে সেনা সংঘাতে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তার মধ্যে মহাকাশে চিনের বজ্জাতির নতুন এই রিপোর্ট দু'দেশের সম্পর্কে নয়া তিক্ততা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

আমেরিকা ভিত্তিক থিঙ্ক ট্যাংক চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউট-এর (CASI) ১৪২ পৃষ্ঠার রিপোর্ট অনুসারে, মুখে বন্ধুত্বের কথা বললেও মহাকাশে ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বেজিং। ২০০৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত এদেশে একাধিকবার সাইবার আক্রমণ করেছে তারা। তবে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত মহাকাশে ভারতের বিরুদ্ধে একটি নির্দিষ্ট লক্ষ্যের উপরে স্থির করে রেখেছিল এই প্রতিবেশি দেশটি। শুধু তাই নয়, ২০১৭ সালে ভারতীয় স্যাটেলাইট নেটওয়ার্কের উপরে কম্পিউটার হানার চেষ্টা চালিয়েছিল বেজিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও