![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnowkabach-20200923211509.jpg)
নৌকাবাইচ দেখতে গিয়ে যুবকের মৃত্যু, আহত ৯
কুড়িগ্রাম সদরের পাঁচগাছিতে নৌকা বাইচ দেখতে গিয়ে বজ্রপাতে মামুন হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৯ জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মামুন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর সিতাইঝাড় গ্রামের মহুবরের ছেলে। এলাকাবাসী জানায়, পাঁচগাছী ইউনিয়নের উত্তর সিতাইঝাড় গ্রামে নৌকা বাইচ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে মামুন নামের একজন দর্শনার্থী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয়েছেন আরও ৯ জন। এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা