
পাসপোর্ট ভিসা পিআর কার্ড সবই বানাতে পারেন তারা
কাট পেস্ট পাসপোর্ট বানাতে পারেন তারা। পারেন জাল ভিসাসহ পারমানেন্ট রেসিডেন্স (পিআর) কার্ড তৈরি করতে। দক্ষতা রয়েছে দাপ্তরিক সিল নকল করে পার্সনোলাল পিন কার্ড তৈরিতেও।
এক যুগেরও বেশি সময় ধরে এমন জাল-জালিয়াতি করে আসছিলেন নাঈম আহমেদ ও মিরাজ আকন। আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতারের পর এসব তথ্য জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।
সিআইডি জানায়, অন্যের পাসপোর্টের পাতা কাট-পেস্ট করে জাল পাসপোর্ট তারা তৈরি করে থাকেন। এছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্র সত্যায়িত করার ক্ষেত্রেও নিজেরাই বিভিন্ন দফতরের সিল বানিয়ে নেন। পাশাপাশি যে কোনো দেশের পিআর কার্ড তারা মিনিটের মধ্যেই দিতে পারেন। পারেন পার্সোনাল পিন কার্ড তৈরি করে দিতেও। এসব কিছুই তারা পারেন অত্যন্ত দ্রুততার সঙ্গে।