কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিচারকের বিরুদ্ধে যৌতুক ও মারধরের মামলা

প্রথম আলো যশোর প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৪

যশোরে এক বিচারকের বিরুদ্ধে যৌতুক ও মারধরের মামলা করেছেন তাঁর স্ত্রী। ১৪ সেপ্টেম্বর যৌতুকের মামলাটি হয়। সেটি আমলে নিয়ে ওই বিচারককে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে মারধরের মামলা হয়েছে। ওই বিচারক হলেন মো. মাসুদ রানা। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর গ্রামের বাসিন্দা। তিনি নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত। তাঁর স্ত্রী ফারজানা নাসরিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক।

ফারজানা ১৪ সেপ্টেম্বর যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালতে যৌতুকের মামলাটি করেন। সেটি আমলে নিয়ে আগামী ১৪ অক্টোবর ওই বিচারককে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। গতকাল যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক (জেলা ও দায়রা জজ) টি এম মুসার আদালতে মারধরের মামলাটি হয়। এটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে ২৯ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন বিচারক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও