![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/23/9aacc96afce7b6ed774ed47e9464ef8b-5f6b3f99cd332.jpg?jadewits_media_id=689954)
অবিরাম বৃষ্টিতে ডুবে গেছে মহানগরী
অবিরাম বৃষ্টিতে ডুবে গেছে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি শহরের অন্তত ২০টি এলাকায় এখন হাঁটু পানি।
পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ হাজার মানুষ। বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।