ভারতে কৃষি বিল পাস, বিক্ষোভ, অভিযোগ ‘মরনফাদ
ভারতে কৃষি পণ্য বেচা-বিক্রি সংক্রান্ত তিনটি বিতর্কিত আইন নিয়ে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের কৃষকরা যে পদ্ধতিতে উৎপাদিত পণ্য বিক্রি করে নতুন আইনগুলো তা পাল্টে দেবে।
বিরোধীদের তুমুল প্রতিবাদ আর বিক্ষোভের মধ্যে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়েছে কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত দুটি বিতর্কিত বিল।
শুধু সংসদের ভেতরেই নয়, রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এদিন কৃষিক্ষেত্রে সংস্কারসংক্রান্ত ওই বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দল ও বিভিন্ন কৃষক সংগঠন।
আন্দোলনকারীদের অভিযোগ, এ বিলে কৃষকদের স্বার্থ উপেক্ষা করে বড় ব্যবসায়ী ও করপোরেট সংস্থাগুলোকে একতরফাভাবে ফসলের দাম নির্ধারণ ও মজুদদারির অধিকার দেওয়া হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে