ব্যাংকে জমা দেয়ার সময় ‘বোকা বানিয়ে’ টাকা নিয়ে উধাও, গ্রেফতার ১

বণিক বার্তা ঝালকাঠি প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০১

ঝালকাঠির রাজাপুরে সোনালী ব্যাংকের শাখায় টাকা জমা দেয়ার সময় এক লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে দায়ের মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে মো. ফয়জুল (৩০) নামের ওই অভিযুক্তকে উপজেলা ছোট কৈবর্তখালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ফয়জুল ওই এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের আব্দুল হাসেম হাওলাদার ছেলে আব্দুর রহিম গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকের উপজেলা শাখায় তার একাউন্টে দুই লাখ টাকা জমা দিতে আসেন। এ সময় একটি প্রতারক চক্র তাকে ফাঁদে ফেলে বোকা বানিয়ে কৌশলে এক লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েন। পরে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ফয়জুলকে শনাক্ত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও