সরকারের ঘোষিত ২১ প্রণোদনা প্যাকেজে যা থাকছে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৫

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম। এরইমধ্যে দেশের মানুষের জীবন বাঁচাতে স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ব্যবস্থা, জনগণকে সচেতন করা, ক্ষতিগ্রস্ত মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া কঠিন এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি চাঙ্গা রাখতেও বিভিন্ন পদক্ষেপ নেয় সরকার।
দেশের মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করতে এখন পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকার (জিডিপি’র ৪ দশমিক ৩ শতাংশ) ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিভিন্ন খাতে এসব প্রণোদনা প্যাকেজ দেয়া হচ্ছে।

১. রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষ তহবিল (মোট বরাদ্দ ৫ হাজার কোটি টাকা)।

২. ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান (মোট বরাদ্দ ৩৩ হাজার কোটি টাকা)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও