![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb1433220-c001-457d-83f2-dd4499db34d3%252Fbhola_tojumoddin_4.jpg%3Frect%3D34%252C0%252C651%252C342%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
নিলামের আগেই ডুবে যাচ্ছে বিদ্যালয়ের ভবন
ভোলার তজুমদ্দিন উপজেলায় নিশ্চিন্তপুর শিকদার বাজার (এসইএসডিপি) মডেল উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনটি মেঘনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভবনটির প্রায় অর্ধেক নদীর মধ্যে ভেঙে পড়ে যায়। আজ বুধবার ভবনের আরও কিছু অংশ বিলীন হয়েছে। ভবনটি আগামীকাল নিলাম হওয়ার কথা।