![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/23/og/160131_bangladesh_pratidin_20200923_153147.png)
চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
চাকরি স্থায়ীকরণের দাবিতে কিশোরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অস্থায়ী মিটারপাঠক ও বিল বিতরণকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জেলা কালেক্টরেটের সামনে আজ দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫-৩০ বছর ধরে তারা সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাত্র ৬-১০ হাজার টাকা বেতনে তারা কাজ করছেন। অথচ পল্লী বিদ্যুৎ সমিতির একই পদে কর্মচারীদেরকে মাসে ২৫-৩০ হাজার টাকা বেতন দেওয়া হয়।