![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb0c1875d-e3f0-4e05-84a7-f4f9ebfed1ed%252Fcoronavirus.png%3Frect%3D0%252C169%252C1500%252C788%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সিলেট বিভাগে কোভিডে আক্রান্তদের ৮০ শতাংশের বেশি সুস্থ
সিলেট বিভাগে কোভিডে আক্রান্ত রোগীর মধ্যে ১০ হাজারের বেশি সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টার সবশেষ হিসাব যোগ করে বিভাগে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৩।
এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। আক্রান্তের হিসাবে সুস্থতার হার ৮০ দশমিক ৬২ শতাংশ। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।