![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdeath-20200923155822.jpg)
সড়কের পাশের ডোবায় শিশুর লাশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাকাঠি এলাকার ভাঙ্গা পোল সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখেন। এরপর তারা বিষয়টি থানায় অবহিত করেন।